আজ সপ্তমী, আর দুই দিন পরেই দশমী। আমরা সবাই জানি দশমীর মূল আকর্ষন হচ্ছে সিঁদুর খেলা। সিঁদুর লাল, আর সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক। তাছাড়া এই লাল রঙ সাদার মাঝেই সব চাইতে বেশি ভালো লাগে। তাই সিঁদুর খেলার সময় সব নারীরাই লাল পাড়ের সাদা শাড়িকে প্রাধান্য দিয়ে থাকেন বেশি। আর সিঁদুর খেলাকে কেন্দ্র করেই আজ আমাদের আয়োজন। কারণ অনেকেই আছেন সেই পুরনো স্টাইলে গরদের এক ডিজাইনের লাল পাড়ের সাদা শাড়ি থেকে বের হয়ে একটু ভিন্ন কিছু খুঁজতে পছন্দ করেন। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু লাল পাড়ের সাদা শাড়ির ডিজাইন। যেখান থেকে আপনি আপনার পছন্দের শাড়ির কিছু আইডিয়া নিতে পারবেন। এছাড়াও সাথে থাকছে লাল পাড়ের সাদা শাড়ির কিছু সেলিব্রেটিদের শাড়ি পরার ধরন ও স্টাইল। যা আপনাকে এই পূজায় আরো ফ্যাশনেবল করে তুলতে সাহায্য করবে।
প্রকাশঃ ১৬ অক্টোবর, ২০১৮
0 মন্তব্য