হঠাৎ করে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় শুরু হয়েছে। গত তিন দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ৩০০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন জায়গায় পুরোনো মামলা সচল করার পাশাপাশি নতুন করে নাশকতা পরিকল্পনার অভিযোগ এনে মামলা দেওয়া হয়েছে।
বিএনপির নেতারা বলছেন, ১ সেপ্টেম্বর দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় বড় জনসভা করার পর থেকে ধরপাকড় বেড়ে গেছে। তাঁরা জানান, ঈদুল আজহার পর থেকেই বিভিন্ন জেলায় টুকটাক ধরপাকড় চলছিল। কিন্তু গত কয়েক দিনে ধরপাকড়ের সংখ্যা বেড়েছে। ফলে নেতা-কর্মীদের মধ্যে আবারও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সরকারি সূত্রগুলো জানায়, ঢাকায় বিএনপির সমাবেশের পর সরকার মনে করছে, দলটি সংগঠিত হচ্ছে। তারা সরকারবিরোধী আন্দোলনে যেকোনো সময় নেমে পড়তে পারে। এ কারণে বিএনপি যাতে সংগঠিত হতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
0 মন্তব্য