বেশ কিছুদিন একা একা যুক্তরাজ্যের লন্ডনে ঘুরে বেড়ালেন আলিয়া ভাট। তাঁর এই ঘোরাঘুরি দেখে অনেকে কানাকানি শুরু করেছিলেন, রণবীর কাপুরের সঙ্গে বুঝি সম্পর্কটা ভালো যাচ্ছে না। তাই মনকে শান্ত করতে ভ্রমণে বেরিয়েছেন। হয়তো আর একসঙ্গে দেখা যাবে না আলিয়া-রণবীরকে। কিন্তু না। এই ঘোরাঘুরির পেছনে তেমন কোনো জটিল কারণ নেই। আলিয়া শুধু ছুটি কাটানোর জন্য রণবীরের থেকে দূরে গিয়েছিলেন। ছুটি শেষে আবার নিজের জায়গায়, অর্থাৎ শুটিং সেটে ফিরে এসেছেন তিনি।
গত সপ্তাহে লন্ডনে বেড়াতে যান আলিয়া ভাট। ছুটিতে যাওয়ার আগে এই অভিনেত্রী বুলগেরিয়ায় প্রেমিক রণবীর কাপুর ও বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। ছুটি কাটিয়ে আবারও বুলগেরিয়ায় গিয়েছেন তিনি, যোগ দিয়েছেন ব্রহ্মাস্ত্র ছবির শুটিংয়ে। কাজে ফিরে এসেই নিজের অবস্থানের ব্যাপারে ইনস্টাগ্রামে সবাইকে জানান দিয়েছেন। একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, ‘আমি ফিরেছি আমার নিজের জায়গায়।’ লন্ডনে ছুটি কাটানোর সময় আলিয়া বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিলেন। সেই ছবি উঠে এসেছিল ভারতীয় গণমাধ্যমগুলোয়।
সামনেই আসবে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ‘গালি বয়’ ছবিটি। এরপর আসবে কলঙ্ক ও ব্রহ্মাস্ত্র। রণবীর কাপুরের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবির কাজ শেষ করে আলিয়া যোগ দেবেন করণ জোহর পরিচালিত তাখ্ত ছবিতে।
0 মন্তব্য