সম্প্রতি নোকিয়ার পরবর্তী ফ্ল্যাগশিপ ফোনের একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবি সত্যি হলে নোকিয়া ৯ ফোনের পেছনে থাকতে চলেছে পাঁচটি ক্যামেরা। এর আগে কোনো ফোনে এত ক্যামেরা দেখা যায়নি।
ফাঁস হওয়া তথ্য বলছে, এই কামেরায় থাকবে জেনন লেন্স। চীনের এক ওয়েবসাইট এই ছবি প্রকাশ করেছে।
এই ছবিতে দেখা গেছে, নতুন এই ফোনের মডেল নম্বর টিএ-১০৯৪ (TA-1094)। ফোনের পেছনে থাকবে গ্লসি ফিনিশ। এই ফোনের পেছনেই সাতটি কাট আউট দেখা গিয়েছে। এই সাতটির মধ্যে পাঁচটি ক্যামেরা, একটি ফ্ল্যাশ। তবে শেষ কাট আউটের কারণ জানা যায়নি।
এ ছাড়াও ফোনের পেছনে কোনো ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দেখা যায়নি। তাই মনে করা হচ্ছে, নোকিয়া ৯ ফোনের ডিসপ্লের নিচেই ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার থাকবে অথবা শুধু ফেস আনলক ফিচারসহ বাজারে আসতে পারে এই ফোন।
চলতি বছরে নোকিয়া ৯ বাজারে আসার কথা ছিল। তবে ক্যামেরা মডিউলে সমস্যার জন্য এই ফোন উন্মুক্ত পিছিয়ে যায়। আশা করা হচ্ছে এই বছরের শেষের দিকে বাজারে আসবে নতুন এই ফ্ল্যাগশিপ।
এর আগে এক প্রতিবেদনে জানা গিয়েছিল অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্টের আওতায় উন্মুক্ত হতে পারে নোকিয়া ৯।
এ ছাড়াও এই ফোনে ৬ দশমিক ০১ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকার কথা রয়েছে।
সঠিক তথ্য জানতে নোকিয়ার আনুষ্ঠানিক উন্মোচনের জন্য গ্রাহককে অপেক্ষা করতে হবে।
Thank you bhai.
Useful post :)
Yes good post.
নোকিয়া আমার প্রিয় ফোন ছিল। সুন্দর লেখ হয়েছে নুরুল আমীন। আরও লেখা আশা করছি।
Right