সেনাবাহিনীর চাকুরী হতে অবসরে আসবার পর থেকে প্রায় 6-7 বছর ধরে পুরো সিন্ডিকেট মিলে আমাকে পদে পদে বাধা প্রদান করেছে। এই উপজেলার প্রতিটি ইঞ্চি আমি চিনি। এই এলাকার প্রতিটি চাদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, জুলুম নির্যাতন কারী, চিটার বাটপারদের খবর এবং ভাষাও আমি জানি। সংগ্রামটা অবিশ্বাস্য হলেও শুধু আমার একারই ছিলো,,এখনো তাই আছে,, আমি ভয়ানক একাই ছিলাম আজও আছি, শুধু আমার দু-একজন লিডার আর সাধারণ মানুষ ছিলো এবং আছে আমার সাথে। তাদের পাশে থাকবার কারণেই একটিও অন্যায়ের প্রতিবাদ করা বাদ দেই নাই আমি। তবে অনেক সময়ই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েও সুফল পাইনাই,, বিচার পাইনাই, কখনো কখনো থামিয়ে দেওয়া হয়েছে,, মামলা দেওয়া হয়েছে অতঃপর ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী নেতা ও তার বাহিনী দ্বারা দেওয়া হলো প্রান নাশের হুমকী!! কিন্তু দমাতে পারেনি আমাকে সত্য বলা হতে কেউ,,,বন্ধ করতে পারেনি অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করা কেউ। মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়,,কারন কেউ করেনা প্রতিবাদ সবাই করে আতাত,,,তবে আমার কি দায়?? কিন্তু আমার সভাব নষ্ট্য করেছে সৈনিক জীবন,,,সত্য বলা আর অনিয়ম এবং দুর্নিতীর বিরুদ্ধে কথা বলতে সু-শিক্ষার মন্ত্রটা যে আমার শেখা সেখান থেকে,,,কিন্তু এই যুগে যে এসব চলেনা। পুরো প্রশাসন যেখানে হয়ে থাকে উদাসহীন,, হয় অপরাধের সাথে জড়িত , সিন্ডিকেটের সাথে জড়িত, ঔদাসীন্যও এক ধরনের অপরাধ তাওতো বুঝেও বুঝতে চায়না। দেশ আমাদের দেশের সম্পদ রক্ষার দায়িত্ব তো আমাদেরই,, কিন্তু রক্ষকেরা যখন ভক্ষক হয়ে উঠে তখন পারা মুসকিল হয়ে পরে। কিছু নির্যাতনকারী ধান্দাবাজ নিজেদের ব্যাবসা হিসেবে রাজনীতি করে চলেছে বছরের পর বছর তারা তাদের স্বার্থ হাসিলের জন্য দলের নাম মুখে বলে পদের দাপটে চলে,,দলকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে আবার নংড়া সব কাজ করার পরেও, মানুষের দুর্ভগের কারন হয়েও, মানুষকে কাদিয়েও তারা যখন বঙ্গবন্ধুর নীতি আর্দশের কথা বলে নিজেদের অপরাধ ঢাকবার চেষ্টা করে তখন আমার মানষিকতা যন্তুুর রুপে জেগে উঠতে চায়,,,,আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সত্য এবং নিষ্ঠার সঠিক লাইনের বীর সৈনিক তাই ভালো কর্ম ছাড়া জনগনের কল্যান, দেশের কল্যান ছাড়া ব্যাক্তিগত কুর্কমের পরেও এই মহান নেতার নাম নেয়া তাদের বন্ধ করতে মনটা চায়,,,কিন্তু উপায় নেই এদের রোধ করবার,,,আমি তো একা,,,কতই লড়বো এদের বিরুদ্ধে আমি!! আবার দেখুন এই এলাকার এদের বিরুদ্ধে এগুলো সত্য ঘটনার কিছুই সাংবাদিকরা লেখেনি! লেখতে চায়ওনা তারা,, লড়তে চায়না কেউ,,, আমি আমার মতো একাই এই সংগ্রাম কতই করবো বলেন আপনারাই।। তবে দোয়া করবেন নিঃশাষ যতদিন থাকবে ততদিন আমার প্রতিবাদ চলবেই-ইন্শাআল্লাহ।
প্রকাশঃ ১৬ এপ্রিল, ২০১৯
0 মন্তব্য