সারা বাংলাদেশে চলছে ভোটার তালিকার হাল নাগাদের কাজ। তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোটার তালিকার হাল নাগাদ কাজ চলছে। নির্বাচন কমিশনের সিডিউল মোতাবেক আজ অত্র পৌরসভা ভবনে ১,২ও ৩ নং ওয়ার্ডের নতুন ভোটারদের ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার কাজ করেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীগন। এখানে যারা ফিঙ্গার প্রিন্ট ও ছবি দিবে তাদের স্ব স্ব ওয়ার্ড কাউন্সিলারের স্বাক্ষর সহ সুপারিশ লাগবে টোকেনে। সে টোকেন নেওয়ার জন্য উপস্থিত ঐ ৩টি ওয়ার্ডের সকল নতুন ভোটাররা সংশ্লিট ওয়ার্ড কাউন্সিলারদের আচারণ ও টোকেন প্রদানের ব্যবস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেছে।
তারা সংশ্লিট ওয়ার্ড কাউন্সিলারদের নিকট সবিনয়ে জানতে চাই- আপনি কাদের ভোটে নির্বাচিত, নিশ্চয় আপনার ওয়ার্ডের ঐ সকল ভোটারদের ভোটে। আজ যারা আপনাদের নিকট দ্বারস্থ হয়েছে তারা অবশ্যই আপনাদের কে ভোট দেওয়া ভোটারের ছেলে, মেয়ে, ভাই, ভাতিজা অথবা বোন নয়তো ছেলের বউ। তাহলে কেন তাদের জন্য সুন্দর পরিবেশ তৈরী করা হলো না টোকেন, ফিঙ্গার প্রিন্ট ও ছবি উঠানোর জন্য। তারাও তো একদিন ভোটার হবে এবং তাদের ভোট ও আপনারা নির্বাচন করলে অবশ্যই লাগবে। তাই যদি হয় তাহলে কেন এমন হলো।
কোন মন্ত্যব নেই কেন!!