দীপিকা পাডুকোন বলেছিলেন, ‘আমার প্রিয় ভক্তরা, আমি তো অন্য কারো জন্য ড্রেস আপ করি না, আমি আমার পছন্দ মতো পোশাক পরি। সুতরাং আমি এটাতে যতক্ষণ আনন্দ পাচ্ছি, ততক্ষণ অন্য কোনো কিছুই ব্যাপার না।’ সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্য সম্পর্কে তার অনুভূতি জানতে চাইলে এমনই জবাব দেন দীপিকা। নতুনত্ব আনতে তারকারা সম্প্রতি এমন এমন সব কাজ করছেন যার জন্য অনেকে যেমন এর প্রশংসা করছেন, তেমনি অনেকে সমালোচনা এবং ঠাট্টা-উপহাসও করছেন।
প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০১৮
0 মন্তব্য