শিক্ষার্থীদের যেভাবে নিজেদের টাকা মেনেজ করতে হবে।
ব্যংক একাউন্ট খোলা
শিক্ষার্থীরা অবশ্যই স্টুডেন্ট লাইফ থেকেই নিজেদের ব্যংক একাউন্ট ব্যবহার করা নিয়ে সতর্ক হবে। কারন যখন তারা এই বিষয় নিয়ে অভিজ্ঞ থাকবে তখন তারা ভবিষ্যতে এই ব্যংক একাউন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা থাকবে। তাই এখনি যেকোনো ব্যংকে নিজেদের স্টুডেন্ট ব্যংক একাউনট খোলা দরকার।
তাছারা এখন এম এফ এস ( মোবাইল ফিনেন্সিয়াল সার্ভিস ) এর দ্বারা টাকা মেনেজ করতে পারে।
টাকা সঞ্চয়
শুধু একাউন্ট খুলে বসে থাকলে চলবে না । টাকা সঞ্চয় করতে হবে। কারন বিভিন্ন ব্যংকিংয়ের মাধ্যমে টাকা সঞ্চয় করলে টাকা চক্রাকারে বৃদ্ধি পায়। তাই অবশ্যই টাকা সঞয় করতে হবে।
টাকা অপচয় না করা
টাকা অপচয় মানে যেসব জিনিস প্রয়োজন নেই তবুও সেগুলো কিনে টাকা খরচ করা । এসব করা যাবে না। অপচয় একটি খারাপ দিক তাই অবশ্যই এই বদঅভ্যাস থেকে দূরেে থাকবো।
0 মন্তব্য