সংগীত শব্দটা শুনলেই বা উচ্চারণ করলেই একটা ভালো লাগা কাজ করে। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যিনি সংগীত ভালোবাসেন না। প্রত্যেক মানুষই সংগীত ভালোবাসেন, সংগীত শুনেন আবার অনেকেই সংগীত চর্চা করেন। সংগীত শুনলেই মন প্রান জুড়িয়ে যায়। আমি নিজেও সবসময় সংগীত শুনি ও চর্চা করি। অনেকেই আবার আছেন সংগীত নিয়ে অনেক স্বপ্ন দেখেন, বড় সংগীতশিল্পী হওয়ার ইচ্ছাও অনেকের থাকে। কারো জীবনের সাথে ওতোপ্রোতো ভাবে সংগীত জড়িত। সংগীত অনেক ধরনের আছে। বিভিন্ন জনের কাছে বিভিন্ন আঙ্গিকের সংগীত ভালো লাগে। তাই সংগীতকে ভালোবাসুন, সংগীতের সাথেই থাকুন, তাহলে মনও ভালো থাকবে।
প্রকাশঃ ০৯ অক্টোবর, ২০২০
0 মন্তব্য