পুজা ঠিক আমাদের দোড় গোড়ায় এসেই পরেছে। তো এবার পুজায় আপনি আপনার ফ্যাশনকে পোশাকের মাধ্যমে ফুটিয়ে তুলবেন কি দিয়ে চিন্তা করেছেন? এবার আপনি চাইলে পুজার ফ্যাশনে প্রাধান্য দিতে পারেন গ্রাউন। ফ্যাশান দুনিয়ায় গ্রাউনের চাহিদা অনেকদিন। ধীরে ধীরে বাঙালি নারীর মনেও জায়গা করে নিচ্ছে এই গ্রাউন। এত সুন্দর সুন্দর ডিজাইনার গ্রাউন না পরে থাকার উপায় নেই। তাই এবার পুজোয় একটা গ্রাউন কিনে নিলে কেমন হয়! অসাধারণ দেখতে কিছু গ্রাউন। এবার পুজায় আপনি আপনার পছন্দ মতো গ্রাউনটি এখান থেকে পছন্দ করতে পারেন। অথবা নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন।
১. গোল্ডেন ব্রাউন, নেট নিক, অফহোয়াইট এবং গ্রিন প্রিন্টেড গ্রাউন সাথে আছে ওড়না। পুজার যেকোনো রাতের পার্টিতে এই অনায়াসে পরতে পারেন।
2. নেভিব্লু লং গ্রাউনে নিচের দিকে ও হাতায় ভারি কাজ। বুকে কোনো কাজ না থাকায় ভিন্ন একটা লুক এনে দিবে। সাথে ওড়নার পুরো বডারলাইনে কাজ ।
৩. জরজেট এর লং গ্রাউন কোমরে বো ডিজাইন। বোয়ের সাথে মিলানো সোল্ডারে কাজ।
৪. সিম্পল ব্লু লং গ্রাউন। হাই নিক পাঞ্জাবির ডিজাইন ছাড়া কোনো কাজ নাই।
৫. রেড সিল্ক গ্রাউন। কোমরের উপরের অংশে নেটের ডিজাইন।
৬. পিংক তসরে পোন্ডেন কাজের ফুলস্লিভ গ্রাউন।
৭. ইয়োলো কাতান গ্রাউন। এই গ্রাউনের ঘের অনেকটা কম। সকালের হালকা কাজে ঘরে আয়োজনে এই গ্রাউনটি পরতে পারেন।
৮. সার্টিন ব্লু লং গ্রাউন। এটার নিতের দিকে ভারি সোনালী সুতার কাজ।
৯. রেড গ্রাউন। ম্যাগি স্লিভ এবং নিচে ইকো করা পার।
১০. ডার্ক পার্পেল এর মাঝে গোল্ডেন বুটির কাজ। আর কোমরে থাকবে লেদার বেল্ট।
0 মন্তব্য