এই পোস্টে উল্লেখকৃত চারটি ফ্রি কল ও মেসেজ অ্যাপ এর মধ্যে আমার মতে ফেসবুক মেসেঞ্জার সব থেকে এগিয়ে আছে। তবে তুলনামূলক কম ডেটা খরচ করে বলে ইমো অনেকের জন্যই সুবিধাজনক হবে। আপনার যদি স্লো ইন্টারনেট থাকে, তাহলে আপনার জন্য ইমো ভাল হবে। আর মাঝামাঝি বা তার চেয়ে ভাল নেট কানেকশন হলে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা স্কাইপ, সবগুলোই ভাল চলবে। ফোনে একাধিক মেসেজিং অ্যাপ ইনস্টল করা থাকলে অবস্থা বুঝে ব্যবহার করা যায়। সে দিকটাও ভেবে দেখবেন।
ইন্টারনেটে যোগাযোগের জন্য আরও অনেক ফ্রি কল ও মেসেজ অ্যাপ আছে যেমন ভাইবার, গুগল ডুয়ো, গুগল হ্যাংআউটস, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম প্রভৃতি।
0 মন্তব্য